আওয়ামী লীগ দেখতে চায় বিএনপি কতটা শক্তিশালী। যদি বিএনপি জনজীবন স্থবির এবং আরো সহিংসতার জন্ম দিতে পারে তাহলে আওয়ামী লীগ সমঝোতায় আসবে বলে মন্তব্য করেছে জার্মানী প্রভাবশালী সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।
বৃহস্পতিবার ডয়চে ভেলের অনলাইনে প্রকাশিত “ভায়োলেন্স কুড কম্প্রোমাইজ বাংলাদেশ পোল” শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনটির ভূমিকায় বলা হয়েছে, বিরোধী দলের নির্বাচন বয়কটের কারণে সংসদ নির্বাচনের পূর্বে পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। গত ডিসেম্বর মাসের শেষ থেকেই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং ঢাকা সারাদেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গণ মিছিল, সংঘর্ষ এবং হরতাল অবরোধের মাধ্যমে বিএনপি রাজপথ দখল করে তাদের অবস্থান জানান দিচ্ছে। সংসদে এ সুযোগ নাই বলেই বিরোধী দল রাস্তায় শক্তি প্রদর্শন করতে বাধ্য হচ্ছে।
প্রতিবেদনে ইমতিয়াজ আহমেদ আশঙ্কা প্রকাশ করেন সহিংসতা আরো বৃদ্ধি পাবে এবং সেনা বাহিনীর হস্তক্ষেপ ঘটতে পারে যা শেখ হাসিনা এড়াতে চান বলে উল্লেখ করেছেন।
প্রতিবেদনটিতে গিগা ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ এর বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ জ্যাসমিন লর্ক এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, যদি কোন সমঝোতা না হয় তাহলে বাংলাদেশের রাজপথে সহিংস সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আরো বাড়বে।
বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার প্রয়োজন আছে উল্লেখ করে জ্যাসমিন বলেন, যখন সামরিক হস্তক্ষেপকে কেউ সমাধান হিসেবে দেখছে না তখন আন্তর্জাতিক সম্প্রদায় দুটি দলকে আলোচনায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদনটিতে তত্ত্বাবধায়ক নিয়ে এই রাজনৈতিক সংঘাতের শুরু হয় এবং এ পর্যন্ত আন্দোলনে ব্যাপক প্রাণহানি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।