বাংলাদেশে ভারতের স্বার্থ স্বল্পমেয়াদী হয়ে পড়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশ নীতিতে ভারত পিছু হটার কৌশল নিয়েছে কি না?
শুক্রবার দা এশিয়ান এজ পত্রিকার এক সম্পাদকীয় নিবন্ধে এই মন্তব্য করা হয়।
‘হোপ ইজ নট অ্যা ফরেন পলিসি’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে বলা হয়, ‘বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ সম্পূর্ণ হয়ে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ উপায়ে ধর্মনিরপেক্ষতা রক্ষা করে চলেছে। ডানপন্থি শক্তিগুলো বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ঘিরে সমবেত হচ্ছে। ফলে ভারতের স্বার্থ হয়ে পড়েছে স্বল্পমেয়াদী। ভারত কি পিছু হটার কৌশল নিয়েছে?’
ভারতীয় গণমাধ্যমে কংগ্রেস সরকারের বাংলাদেশে নীতির ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই এই নিবন্ধ প্রকাশিত হলো।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানালেও শুধু নয়াদিল্লি আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে।
সম্প্রতি ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বলেছেন, ‘যতগুলো দলের অংশগ্রহণে সম্ভব নির্বাচন’ হলেই তা গ্রহণযোগ্য হবে।
তবে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো ভারত সরকারের এই একদেশদর্শী নীতির কড়া সমালোচনা করছে। এ অবস্থায় নয়াদিল্লি তার অবস্থান পরিবর্তনের কিছুটা ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এশিয়ান এজের নিবন্ধে বলা হয়, ‘(বালাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে) হস্তক্ষেপে অনাগ্রহী (ভারত) আশা করছে যে, ঐতিহাসিক শক্তিগুলোই (দেশটিতে) শুভ ফলাফল জন্ম দেবে।’