নতুন সরকার গঠনের পর আলাপ-আলোচনা সাপেক্ষে সমঝোতা হলে যেকোন সময় আরেকটি নির্বাচন হতে পারে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা বলেছেন।
আজ শুক্রবার সকালে সিলেট নগরীর শেখঘাট সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজীর বাজার সেতু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরো বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় পাঁচ জানুয়ারি নির্বাচন করতেই হচ্ছে। আওয়ালী লীগ আশা করেছিল নির্বাচনে সব দলই অংশ নেবে। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি না আসাতে এ সংকট তৈরি হয়েছে।
তবে নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর সব দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচনের জন্য আলোচনা হতে পারে। আলোচনায় ঐকমত্য হলে যেকোনো সময় নির্বাচন হতে পারে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, পাঁচ জানুয়ারির নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা পাবে। কেননা সংবিধানের প্রত্যেকটি বিধি-বিধান মেনে এ নির্বাচন হচ্ছে।
সেতু পরিদর্শনে সময় অর্থমন্ত্রীর সঙ্গে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহম্মেদ, অধ্যাপক সুজাত আলী রফিকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।