রাজধানীর পরিবাগে একটি বাসে পেট্রলবোমার আগুনে এক নারীযাত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার পরিবাগ ওভারব্রিজ ও রূপসী বাংলা হোটেলের মাঝামাঝি জায়গায় কয়েক যুবক গুলিস্তানগামী একটি তিন নম্বর (গুলিস্তান-আবদুল্লাহপুর) বাসে পেট্রলবোমা ছুড়ে মারলে এই ঘটনা ঘটে।
আহত যাত্রীরা হলেন বাসচালক বাবুল মিয়া(৪০), যাত্রী শাহিনা বেগম(৪০) ও ফরিদ মিয়া(৬০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মল হক জানান, শাহিনার শরীরের ৬৪ শতাংশ, ফরিদের ৪৮ ও বাবুলের শরীরের আট শতাংশ পুড়ে গেছে।
চালকের বরাত দিয়ে মোজাম্মেল হক আরো জানান, রূপসী বাংলা হোটেলের কাছাকাছি গিয়ে গতি কমাতেই কয়েক যুবক বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। বোমাটি জানালার কাচ ভেঙে ভেতরে পড়লে ভেতরে আগুন ধরে যায়। প্রায় সব যাত্রী বের হয়ে যেতে পারলেও ওই তিনজন দগ্ধ হন।