ফেনীর দাগনভূঞায় ৭টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো হলো উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়, গজারিয়া আদর্শ একাডেমী ও গজারিয়া হাসানিয়া মাদ্রাসা।
জায়লস্কর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
মাতুভূঞা ইউনিয়নের মাতুভূঞা করিম উল্লা উচ্চ বিদ্যালয় ও রামনগর ইউনিয়নের বশিরিয়া মাদ্রাসা ও দাগনভূঞা পৌরসভার উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো পুলিশ পরিদর্শন করেছে। আগুনে প্রতিষ্ঠানগুলোর চেয়ার, টেবিলসহ ১৫ লাখ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।