‘জাতির উদ্দেশ্যে ভাষণ’ দিচ্ছেন না এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য, এরশাদের স্ত্রী রওশন এরশাদ। রীতি অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিটিভি, বেতারে জাপার বক্তব্য উপস্থাপনের জন্য ২০ মিনিট সময় দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু দলের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করতে রাজি হচ্ছেন না রওশন। এ বিষয়ে সরকারের ‘অনুরোধেও’ সাড়া দিচ্ছেন না তিনি।
জাপার দুটি সূত্র প্রিয় দেশ ডটনেটকে জানায়, ‘নিয়ম অনুয়ায়ী দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ভোটের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারের পক্ষ থেকে রওশন এরশাদকে বিটিভি, বেতারে দলের বক্তব্য তুলে ধরার অনুরোধ করা হয়। কিন্তু শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে রওশন বক্তব্য দিচ্ছেন না।’
যোগাযোগ করলে জাপার সভাপতিমণ্ডলির সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রিয় দেশ ডটনেটকে বলেন, ‘নির্বাচনের আগে বিটিভি, বেতারে জাতীয় পার্টি বক্তব্য উপস্থাপনের জন্য ২০ মিনিট সময় পেয়েছে। কিন্তু দলের পক্ষ থেকে কেউ বক্তব্য উপস্থাপন করবেন না। রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ।’
অন্যদিকে সংসদ নির্বাচনের ভোট নেয়ার ৭২ ঘন্টা আগে জাপার পক্ষে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ। ‘শান্তির জন্য পরিবর্তন’ শিরোনামে এ ইশতেহার প্রকাশ করেন তিনি। নিয়ম অনুয়ায়ী দলের চেয়ারম্যান ইশতেহার ঘোষণা করে থাকলেও এবার তা ঘোষণা করেন সভাপতিমণ্ডলির সদস্য।
আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাপার ইশতেহার ঘোষণা হয়। এ সময়ও দলের অন্যতম জৌষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সেখানে উপস্থিত ছিলেন না। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে মহাসচিব, বা জি এম কাদের কেউই উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, ইশতেহার প্রণয়ন কমিটির প্রধান জি এম কাদের।
তবে আনিসুল ইসলাম মাহমুদ দাবি করেন, ‘ইশতেহারের প্রতিটি শব্দ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দেয়া।’ তবে ইশতেহারে এরশাদের ছবি থাকলেও এতে কারো স্বাক্ষর নেই।
জাপার কয়েক নেতার মতে, রওশন এরশাদ গত কয়েকদিন ধরে ‘নীরব’ আছেন। তার এ নীরবতার কারণে পরিষ্কার হচ্ছে না, জাতীয় পার্টি পুরোদমে নির্বাচনে আছে, নাকি নেই।
রাজনীতির বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে অংশ নেয়া দলের প্রধানদের জাতির উদ্দেশে ভাষণ দেয়ার রীতি আছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এ ভাষণ দেবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেল বিটিভি, বেতারে তার এই ভাষণ সম্প্রচার হবে। আজ দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এ তথ্য জানিয়েছেন প্রিয় দেশ ডটনেটকে।
এর আগে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়া তিনটি দলের প্রধান গতকাল বুধবার ভাষণ দেন। তারা হলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র প্রিয় দেশ ডটনেটকে জানায়, নির্বাচনে অংশ নেয়া ছয়টি দলের প্রধান, বা দলগুলোর প্রতিনিধি বিটিভি, বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সুযোগ পাচ্ছেন।
বারোটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও শুধু ছয়টি দলের প্রধান বা দলগুলোর প্রতিনিধিরা বিটিভি, বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সুযোগ পাচ্ছেন। কীসের ভিত্তিতে বাকি ছয়টি দলকে সুযোগ দেয়া হচ্ছে না, এ সম্পর্কে কমিশন সচিবালয় থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। তবে সংশ্লিষ্টরা জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা কম হওয়ায় ছয়টি দল এ সুযোগ পাচ্ছে না।
ছয়টি দলের মধ্যে আওয়ামী লীগ ৪০ মিনিট, জাতীয় পার্টি ২০ মিনিট, জাতীয় পার্টি-জেপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও বিএনএফ ১৫ মিনিট করে ভাষণ দেয়ার সুযোগ পাচ্ছে।
ভাষণ দেয়ার সুযোগ না পাওয়া দলগুলো হলো গণতন্ত্রী পার্টি (আসন ১টি), ন্যাশনাল আওয়ামী পার্টি (আসন ৬টি), তরিকত ফেডারেশন (আসন ৩টি), গণফ্রন্ট (আসন ১টি), ইসলামি ফ্রন্ট (আসন ১টি) ও খেলাফত মজলিস (আসন ২টি)।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, সারাদেশের ৫৯টি জেলার ১৪৭টি আসনে দশম সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে আগামী ৫ জানুয়ারি। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮৯ প্রার্থী। ১৪৭টি আসনের মোট ভোটার সংখ্যা চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ২০৯। ভোটকক্ষের সংখ্যা ৯১ হাজার ২১৩। ১৪৭টি আসনে একজন করে বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন।