বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার বলেন, বিরোধী দলীয় নেতা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুক্ষীণ না হন তা বিবেচনায় রাখতে হবে।
বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে বিএনপির সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের পর আইজিপিকে এ নির্দেশ দেন স্পিকার।
স্পিকারের এ নির্দেশের প্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খন্দকার হাসান মাহমুদ জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই বিরোধী দলীয় নেতার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিএনপি দলীয় সংসদ সদস্যদের প্রতিনিধি দল সাক্ষাত করে। বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবেদিন ফারুক ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
স্পিকারের কার্যালয়ে সাক্ষাতের সময় প্রতিনিধি দল একটি একটি স্বারকলিপি দেয়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া অন্তরীণবা অবরুদ্ধ কি-না সে ব্যাপারে স্পিকারের কাছে জানতে চান।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে প্রতিনিধি দলকে জানান স্পিকার।
পরবর্তীতে স্পিকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিরোধী দলীয় নেতা অন্তরীণ, আটক বা গৃহবন্দি নন।বিরোধী দলীয় নেতার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তার বাসভবনে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।
স্পিকার পুলিশের মহা পরিদর্শকের সাঙ্গেও এ বিষয়ে কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক স্পিকারকে জানান, নিরাপত্তার বিষয়টি আপেক্ষিক।তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।