চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদের নির্দেশেই দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে বলে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
নির্বাচনের ঠিক দুদিন আগে বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে পার্টির পক্ষে তিনি ইশতেহার ঘোষণা করছেন দাবি করলেও সেখানে এরশাদপন্থি কাউকে দেখা যায়নি।
সরকারপন্থি আনিসুল ইসলাম জানান, ‘ইশতেহারের প্রতিটি শব্দ দিয়েছেন হুসেইন মুহম্মাদ এরশাদ। আর পার্টির চেয়ারম্যান অসুস্থ থাকায় জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য এরশাদের সহধর্মিনী রওশনের নেতৃত্বেই তারা নির্বাচনে লড়াই করবেন।’
মাত্র তিন পৃষ্ঠার ইশতেহার প্রকাশের সংবাদ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন, তাদের সবাই সরকারপন্থি হিসেবে পরিচিত। এ নিয়ে প্রশ্ন করলে বিব্রত হন আনিসুল ইসলাম মাহমুদ। ভেঙে ভেঙে দু-একটি প্রসঙ্গের জবাব দেওয়ার চেষ্টা করলেও বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে যান।
তিনি ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, তাজুল ইসলাম, নাসিম ওসমান কোনো কথা বলেননি।