বিদেশ থেকে নির্বাচনী পর্যবেক্ষক ভাড়া করা হচ্ছে

0
161
Print Friendly, PDF & Email

অবশেষে নির্বাচন কমিশন তার গাঁটের টাকা ব্যায় করে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষন করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে মাত্র দুইটি দেশ ভুটান ও শ্রীলঙ্কাকে এ ব্যাপারে রাজি করানো গেছে বলে জানা গেছে। তারা আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে রাজি হয়েছে। নির্বাচন কমিশন এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নাম না প্রকাশের শর্তে ইসির এক কর্মকর্তা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর‌্যাবেক্ষণে ভুটান থেকে ইতিমধ্যে দুইজন পর‌্যাবেক্ষক ঢাকায় এসেছেন। ইসির পক্ষ থেকে তাদেরকে রাজধানীর রূপসী বাংলা হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। পর্যবেক্ষকদের জন্য ইসির পক্ষ থেকে খরচ ধরা হয়েছে পাঁচ লাখ তিন হাজার ৮০০ টাকা। এই অর্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকুলে বরাদ্দ দেওয়া হবে। এছাড়া আগামী নির্বাচনে ১০ হাজারের বেশি দেশি ‌পর্যবেক্ষক থাকবে বলে ওই সূত্র জানিয়েছে।উৎসঃ ঢাকাটাইমস২৪

শেয়ার করুন