প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। এই লিফলেটে গণবিরোধী প্রহসনের নির্বাচন বন্ধের আহ্বান জানানো হয়েছ। বৃহস্পতিবার সকালে সচেতন ও দেশপ্রেমীক কর্মকর্তা-কর্মচারীদের বরাত দিয়ে বিতরণ করা লিফলেটগুলোতে বলা হয়েছে ‘গণবিরোধী প্রহসনের নির্বাচন রুখে দিন। নির্বাচনের প্রতি কেউ অতি উৎসাহী হবেন না, নিরপেক্ষ থাকুন।’
এর আগেও সচিবালয়ে কয়েকদফা লিফলেট বিতরণের চেষ্টা করে ব্যার্থ হন সরকার বিরোধীরা। দুই একটি লিফলেট বিতরণ করে স্থান ত্যাগ করে তারা। এছাড়া সর্বশেষ সপ্তাহ দুয়েক আগে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও লিফলেট বিতরণ করা হয় প্রশাসনের এই প্রাণকেন্দ্রে।