বাংলাদেশরাজনীতি স্পিকারের সঙ্গে বৈঠক করবেন বিএনপির সাংসদেরা January 2, 2014 0 182 ফেইসবুকে শেয়ার করুন টুইটারে টুইট করুন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বিএনপির সংসদীয় দল আজ বৃহস্পতিবার বৈঠক করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হবে।