বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

0
116
Print Friendly, PDF & Email

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ চার কমিশনার।

বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্রে আরো জানা যায়, এরআগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ইসি থেকে একটি পত্র পাঠানো হয়। সেই পত্রের জবাবে বৃহস্পতিবার দেখা করার অনুমতি দেন রাষ্ট্রপতি।

জানা গেছে, নির্বাচনের প্রস্ততি ও সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবগত করার জন্য সিইসি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন