অন্য প্রশ্ন করেন না হলে এজেন্ডা থেকে সরে যাব : বনমন্ত্রী

0
209
Print Friendly, PDF & Email

ইশতেহারে উল্লেখিত সম্পত্তির হিসাব জনসম্মুখে প্রকাশের বিষয়টি মানা হয়েছে কি না এমন প্রশ্নে গোজামিলের উত্তর দেয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত এড়িয়ে গেলেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে সাংবাদিকরা মন্ত্রী এ প্রশ্ন করেন। তাকে বলা হয়, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জনসম্মুখে প্রকাশ করার কথা ছিল। তারা কি তা করেছেন?

উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘প্রতি বছর তাদের ট্যাক্স ফাইল জাতীয় রাজস্ব বোর্ডে দেয়া হয়। সেটাই তাদের সম্পত্তির হিসাব।’

সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন- ট্যাক্স ফাইল ও জনসম্মুখে সম্পদের হিসাব প্রকাশ তো এক নয়। এর জবাবে তিনি বলেন, ‘অন্য প্রশ্ন করেন। তা না হলে মূল এজেন্ডা থেকে সরে যাবো।’ তবে জনপ্রতিনিধিদের সম্পত্তির হিসাব জনসম্মুখে প্রকাশ করা উচিৎ বলে মনে করেন তিনি।

নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ প্রার্থী বিজয়ী হওয়ায় বহু মানুষ ভোটাধিকার বঞ্চিত হচ্ছে এর জন্য বিরোধী দলকেই দায়ী করে হাছান মাহমুদ বলেন, ‘বিরোধীদল নির্বাচনে না আসায় অনেক আসনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।’

এরশাদ মহাজোটেগতভাবে নির্বাচন করছে নাকি আলাদাভাবে এ প্রশ্ন এড়িয়ে যান তিনি। এছাড়া বর্তমান নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কারা ও বিরোধী দল কে হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে এ সম্পের্কে বলার সুযোগ নেই।’

বিরোধী দলের সমালোচনা করে আওয়ামী লীগের এ প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘নতুন বছর অবরোধ দিয়ে শুরু করলাম। বেগম খালেদা জিয়ার অধিকার আছে আন্দোলন করার, তবে বছরের প্রথম দিন কর্মসূচি না দিয়ে দু’একদিন পর দিলে পারতেন।’ বিরোধী নেত্রী অবরুদ্ধ নয় বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি কয়েকটি পত্রিকায় ড. হাছান মাহমুদের হলফনামায় সম্পদের বিবরণী অতিরঞ্জিত কওে দেখানো হয়েছে বলে মন্তব্য করে তিনি জানান, আসলে তিনি উত্তরাধিকার সূত্রে এসব সম্পদ পেয়েছেন। লিমিটেট কোম্পানির সম্পত্তির হিসাব এতে একত্রিত করা হয়েছে। লিমিটেড কোম্পানির সম্পত্তিকে সম্পদের হলফনামায় একত্রিত করা ঠিক হয় নাই বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পরিবেশ মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আগে দেশে বনাঞ্চল ছিল ৯ দশমিক ৫ শতাংশ বর্তমানে তা ১৩ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে।

শেয়ার করুন