খালেদার বিরুদ্ধে আবারো মানহানির মামলা

0
157
Print Friendly, PDF & Email

গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে বুধবার আবারো মানহানির মামলা হয়েছে।

এবার মামলার বাদি হয়েছেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মোল্লা।

ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর বেলা ১১টায় মামলাটি আমলে নেয়ওয়ার বিষয়ে শুনানি গ্রহণ করতে পারেন।

এর আগে মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। তবে একআি আদালত সেটি খারিজ করে দেন।

প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকেলে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়।

এ সময় খালেদা জিয়া সাংবাদিকদের সাথে আলাপকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আচরণে ক্ষিপ্ত হন। এক পর্যায়ে দেশ কোথায় জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’

শেয়ার করুন