নতুন বছরটাই শুরু হল বিশ্বরেকর্ড দিয়ে। সেই ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন শহীদ আফ্রিদি। ১৫ বছর পর ২০১৪ সালে প্রথম দিনেই রেকর্ডটা ভাঙলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন।
বুধবার কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৬ বলে সেঞ্চুরি করেন কিউই এ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬ বাউন্ডারি ১৪ ছক্কায় অপরাজিত থেকে যান ১৩১ রানে।
মিলারের করা ১৮তম ওভারের শেষ তিন বলে ৪,৬,৬ নিয়ে রেকর্ডটা গড়েন অ্যান্ডারসন।
অ্যান্ডারসরে ঝড়ের সাথে জেসি রাইডারও ৫১ বলে ১০৪ করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ২৮৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। বৃষ্টিতে ৫০ ওভারের বদলে ম্যাচটা কমে দাঁড়িয়েছে ২১ ওভারে। নাহলে নিউজিল্যান্ডের ইনিংস কোথায় গিয়ে থামত বলা কঠিন।
হোল্ডার নিয়েছেন ৪৮ রানে ২ উইকেট। রামপাল ৩ ওভারেই দিয়েছেন ৬৪ রান! এছাড়া কিউইদের হয়ে ম্যাককালাম ৩৩ ও টেলর করেন ৯ রান।