নির্বাচন বাতিল করে বিরোধীদের আনার চেষ্টা আমেরিকা-বৃটেনের

0
624
Print Friendly, PDF & Email

চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন যেন সবদলের অংশগ্রহণে হয় সে লক্ষে শেষ সময়ে তৎপর হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ও বৃটিশ হাইকমিশনার । সরকার যাতে এই নির্বাচন খারিজ করে বিরোধীদের সঙ্গে আরো আলোচনা করে নির্বাচনে তাদের শামিল করতে পারে সে জন্যই তারা চেষ্টা করছেন।

বুধবার ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

আনন্দবাজার জানায়, বছর পার। কিন্তু আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান আর খুঁজে পেল না বাংলাদেশের দুই রাজনৈতিক প্রতিপক্ষ। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেজ তারানকোর তৎপরতায় আওয়ামী লীগ ও বিএনপি-র মহাসচিবরা বৈঠকে বসেছিলেন। কিন্তু দু’পক্ষের অনড় অবস্থানে তা ফলপ্রসূ হয়নি। এবার নির্বাচনের দিন পাঁচেক আগে তাই নতুন করে দৌত্য শুরু করলেন বৃটেন ও আমেরিকার রাষ্ট্রদূতেরা।

প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। আর তার ফলে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে ইতিমধ্যেই একজন করে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছেন। নির্বাচনেও শাসক দলের একতরফা জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু পশ্চিমি দেশগুলো মনে করছে, এই নির্বাচন বাংলাদেশে আরো অস্থিরতা ডেকে আনবে। কারণ নির্বাচনকে সাজানো আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে কাল থেকেই লাগাতার সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিয়েছেন বিরোধী নেতা খালেদা জিয়া। শেষ সময়ে সরকার যাতে এই নির্বাচন খারিজ করে বিরোধীদের সঙ্গে আরো আলোচনা করে নির্বাচনে তাদের শামিল করতে পারে, সে জন্যই তৎপর হয়েছেন বৃটিশ হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূত।

আনন্দবাজার লিখেছে, বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সোমবার খালেদা জিয়ার সঙ্গে কথা বলে এসেছিলেন। মঙ্গলবার তিনি শাসক দল আওয়ামী লীগের মহাসচিব আশরাফুল ইসলামের বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাও এদিন বিরোধী নেত্রীর বাড়িতে গিয়ে আলোচনা করেন। তার পরে এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের সংকট মেটাতে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পথ খোঁজাটাই জরুরি। সেই নির্বাচন হওয়া উচিত অবাধ ও নিরপেক্ষ।” মার্কিন রাষ্ট্রদূত বলেন, “গণতন্ত্রের মধ্যে সন্ত্রাস ও হিংসা কখনোই কাম্য নয়।” হিংসাত্মক ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে বিএনপি-র বেশ কিছু নেতাকে সরকার গ্রেফতার করেছে। মার্কিন দূত তার সমালোচনা করে বলেছেন, “বিরোধীদের গ্রেফতার করে কণ্ঠরোধ করার চেষ্টাও গণতন্ত্রে গ্রহণযোগ্য নয়।”

আনন্দবাজার জানায়, তবে শাসক আওয়ামী লীগ বলছে, অনেক সাধ্যসাধনা করেও বিরোধীপক্ষকে আলোচনায় বসানো যায়নি। নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের আপত্তি। কিন্তু পাঁচ বছর সংসদ বয়কট করায় তারা বিষয়টি নিয়ে আলোচনার সুযোগও হাতছাড়া করেছে। তার পরে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে আলোচনায় ডাকেন। কিন্তু তাতেও সাড়া মেলেনি। ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পরে নির্বাচন বাতিল করা হলে নির্বাচন কমিশনকে মামলার মুখে পড়তে হবে। তাই এখন আর তা করা সম্ভব নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে না-আসার দায় বিরোধী দলের। প্রধানমন্ত্রী বুধবার ঢাকায় প্রচারে নামছেন। ৫ জানুয়ারি নির্বাচনের সব প্রস্তুতি শেষ।

প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়ার বাড়ির সামনে নিরাপত্তা শিথিল করা হয়েছে। কিন্তু গোটা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বত্রই এখন আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছে সেনারা।

শেয়ার করুন