নির্বাচনের আগেই কি প্রধানমন্ত্রী রাহুল গান্ধী?

0
394
Print Friendly, PDF & Email

লোকসভা ভোটের আগেই পদত্যাগের বিষয়ে চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেস সূত্রে খবর, মনমোহন সিংয়ের ইস্তফার পর রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী পদে অভিষেক হতে পারে। অবশ্য দলের আর এক সূত্রের খবর, এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর দফতরের তরফেও এই খবর খারিজ করা হয়েছে।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন বছরের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রী একটি ‘অপ্রত্যাশিত ঘোষণা’ করতে পারেন। দৈনিকটির মতে, তিনি লোকসভা নির্বাচনের আগেই পদ ছাড়ার কথা ভাবছেন।

উল্লেখ্য কয়েকদিন আগে ইকোনমিক টাইমস-এ প্রকাশিত খবরে প্রকাশিত হয়েছিল, মনমোহন সিং তৃতীয় কার্যকাল চান না বলে সোনিয়া গান্ধীকে জানিয়ে দিয়েছেন। সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতে মনমোহন সিং জানান, তিনি এবার রাহুল গান্ধীর এবং দলীয় কাজকর্মে সাহায্য করতে চান। অবশ্য গত দু’বছরের ঘটনাক্রমে স্পষ্ট যে মনমোহন সিংকে এবার প্রধানমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করবে না কংগ্রেস।

১৭ জানুয়ারি কংগ্রেস কার্যসমিতির বৈঠকে রাহুল গান্ধীকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।- সংবাদ সংস্থা

শেয়ার করুন