খুব শিগগিরই অভিনয়ে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। এই মুহুর্তে তিনি দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত দেশের প্রযোজক, পরিচালকদের সাথে তার যোগাযোগ হচ্ছে। সিডিউলসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়েও কথা হচ্ছে। তাদের কাছেও মোনালিসা তার পেশাগত কাজে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। মোনালিসার সাথে কথা বলে লিখেছেন মারুফ কিবরিয়া
মোনালিসা মুঠোফোনে আমেরিকা থেকে তার বর্তমান পরিস্থিতি এবং কাজে ফেরা প্রসঙ্গ নিয়ে পরিবর্তনকে বলেন, “ডিভোর্স সংক্রান্ত বিষয়টির পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত আমি দেশে যেতে পারছিনা। ফাইয়াজ এবং আমার মধ্যে ডিভোর্সের বিষয়টি পুরোপুরি শেষ হলেই সব ঝামেলা শেষ করে দ্রুত দেশে ফিরবো। আমি আবারো মডেলিং এবং অভিনয়ে নিয়মিত হবো। কারণ মডেলিং এবং অভিনয়ই আমার উত্থানের শিকড়। আমি আজীবন এখানেই থাকতে চাই। দর্শকের ভালোবাসা নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চাই। কারণ দর্শকের ভালোবাসাতেই আজ আমি মোনালিসা। আমি কখনোই মিডিয়া ছাড়ার কোনরকম পরিকল্পনা করিনি, করবোও না। সবার দোয়া নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”
ম্যাজিক ডে ১২.১২.১২ তে পারিবারিক আয়োজনের মধ্যদিয়ে ফাইয়াজ শরীফ ফাসবীরের সাথে মোনালিসার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু অভ্যন্তরীণ এক কারণে তাদের দাম্পত্য জীবনের মধ্যকার মধুর সম্পর্ক খুব বেশিদিন স্থায়ীত্ব পায়নি। তাই তাদেরমধ্যে এখন বিবাহ বিচ্ছেদ ঘটতে যাচ্ছে।
মোনালিসা বলেন, “মানুষের জীবনে অনেক কিছু ঘটে, অনেক বিপদ আসে। আমার জীবনে এমন একটি দিন আসবে ভাবিনি। তবে মানসিকভাবে সবকিছু মেনে নিতে এখন আমি বেশ স্থির আছি। সবকিছু স্বাভাবিক হলেই ফিরে আসছি দেশের মাটিতে দর্শকের কাছে আমার প্রিয় মিডিয়া অঙ্গণে।”
এদিকে গত রমজানের ঈদের পরপরই মোনালিসা আমেরিকা যান। যাবার আগে তিনি সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স এখন অনেক বড়’ সিক্যুয়াল ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেন মোশাররফ করিম।