খালেদার বিরুদ্ধে মানহানির মামলা

0
151
Print Friendly, PDF & Email

গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

এ বি সিদ্দিকীর পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাড. রাকিবুল ইসলাম।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। সাক্ষী করা হয়েছে সাত জনকে।

তবে প্রয়োজনে আরো সাক্ষী হাজির করা হবে বলে জানান বাদী।

প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকেলে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়।

এ সময় খালেদা জিয়া সাংবাদিকদের সাথে আলাপকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আচরণে ক্ষিপ্ত হন। এক পর্যায়ে দেশ কোথায় জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’

শেয়ার করুন