মেডিকেলের ছাত্রী মুমু। ভালবাসে সহপাঠি রবিকে। তাদের এই সম্পর্কে এক সময় বাধা হয়ে দাঁড়ায় মুমুর মা। স্বামীর সাথে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মা তাকে পরম মমতায় আগলে রেখেছেন। বুঝতে দেননি বাবার অভাব। মেয়ের মনি কোঠায় তার জায়গা। মা চায় সে যেন তার পছন্দের পাত্রকে বিয়ে করে। কারণ রবি সাধারণ ঘরের মেধাবী ছাত্র হলেও সামাজিক অবস্থানে তারা অনেক উপরে।
মায়ের প্রতি ভালবাসা প্রকাশ করে বিসর্জন দেয় ভালবাসাকে। রাজি হয় পারিবারিক পছন্দের পাত্রকে বিয়ে করতে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
এমন গল্প নিয়েই সম্প্রতি নির্মিত হয়েছে ইরানি বিশ্বাসের রচনা ও পরিচালনায় নাটক ‘প্রবাল দ্বীপে নির্জনে।’ নাটকে রবি ও মুমুর চরিত্রে অভিনয় করেছেন সজল ও মেহজাবিন।
নাটক সম্পর্কে মেহজাবিন বলেন, “আমি এই নাটকটিতে অভিনয় করতে পেরে অনেক আনন্দিত। অনেক দিন পর একটি ভালো পাণ্ডুলিপির কারণে আমার এই উচ্ছ্বাস।”
নাটকটি শিগগিরই যে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।