কর্মসূচি ঘোষণার পরেই হাফিজ আটক

0
125
Print Friendly, PDF & Email

সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময়ই আটক হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার সন্ধ্যায় সোয়া ৭টার দিকে ১৮ দলের পক্ষে সারা দেশে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বের হওয়ার সময় সাদা পোশাকের পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন ডিবির উপ-কমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, ‘আটকের পর হাফিজ উদ্দিনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মার্চ ফর ডেমোক্রেসি সফল না হওয়ায় নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। এ কর্মসূচির ঘোষণায় হাফিজ উদ্দিন বলেন, ‘যতদিন পর্যন্ত তফসিল বাতিল না হবে ততদিন পর্যন্ত সারাদেশের সকল থানা জেলা উপজেলা মহানগরে ১৮ দলীয় জোটসহ সকল শ্রেণীর মানুষ রাজপথ নৌপথে অবস্থান গ্রহণ করবে। পাশাপাশি, ১৮ দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই অভিযাত্রা কালকেও থাকবে। খালেদা জিয়া এই সমাবেশে নেতৃত্ব দেবেন। সারা দিনব্যাপী এই সমাবেশ সকাল ১০টায় শুরু হবে। বেগম জিয়া উপযুক্ত সময়ে সমাবেশে উপস্থিত হবেন।’

খালেদার জিয়ার ডাকে লোক আসেনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশারাফের এমন বক্তব্যের জবাবে তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘পুলিশ ও পেটোয়া বাহিনী সরিয়ে আসুন, বিনা বাধায় দুই নেত্রীর ডাকে দুইদিন সমাবেশ হবে। তখন দেখা যাবে কার ডাকে বেশি লোক আসে। সুতরাং খালেদা জিয়ার ডাকে লোক আসেনি এটি পাগলের প্রলাপ মাত্র। সাহস থাকলে উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন।’

শেয়ার করুন