মতিয়ার নৌকা ডুবু ডুবু নেতারা উদ্বিগ্ন

0
623
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে নিয়ে দলের শীর্ষ নেতারা উদ্বিগ্ন। শেরপুরের নির্বাচনী এলাকায় মতিয়ার নৌকার ডুবু ডুবু অবস্থা। এমন খবর দলের শীর্ষ পর্যায়ে আসায় এই উদ্বেগ দেখা দিয়েছে।

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান বাদশা তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত করে মতিয়ার বিপক্ষে লড়ছেন। বাদশার প্রতীক হচ্ছে আনারস। কর্মীরা স্লোগান তুলছেন মতিয়া কর্কশ, আনারস আনারস। বাদশা ও তার সমর্থকরা ঘরে ঘরে ভোটভিক্ষা করছেন। মাটির সন্তানকে একটিবার সুযোগ দিতে অনুরোধ জানাচ্ছেন। ভোটাররা বাদশার পক্ষে সাড়া দিচ্ছেন। মতিয়া চৌধুরী জনমত টের পেয়ে এলাকাবাসীর কাছে সভা করে ক্ষমাও চেয়েছেন। সূত্র জানিয়েছে, তবুও কাজ হচ্ছে না। সময় যত যাচ্ছে, জনগণ বাদশার দিকে ততই ঝুঁকছে। বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনেও জয় নিশ্চিত করতে এবার হিমশিম খাচ্ছেন মতিয়া চৌধুরী।

শেয়ার করুন