‘সরকারি অবরোধ’ অব্যাহত

0
857
Print Friendly, PDF & Email

সরকারের অঘোষিত অবরোধ অব্যাহত রয়েছে। রাজধানীতে চলছে না গণপরিবহন। গতকালের মত আজও বাইরে থেকে কোন যানবাহন প্রবেশ করতে পারছে না রাজধানীতে। ঢাকার বিভিন্ন প্রবেশমুখ থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে প্রায় সবধরণের গাড়ি।

সিএনজি অটোরিক্সা, বাস, মাইক্রোবাস কিছুই আসতে দেয়া হচ্ছেনা ঢাকায়। পায় হেটে আসা লোকদেরও পড়তে হচ্ছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে। নিরাপত্তার জন্যই এমনটি করা হচ্ছে বলে দাবি করেছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। ঢাকার বাইরে থেকে বিস্ফোরক ও অস্ত্র আমদানি করে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র নামে নাশকতা চালানো হতে পারে এমন গোয়েন্দা তথ্য আছে বলে তারা উল্লেখ করেন। যাত্রাবাড়ী, পোস্তগোলা, শনির আখড়া, চিটাগাং রোড এলাকায় এ চিত্র দেখা গেছে। তবে, গতকালের মতো আওয়ামী লীগ কর্মীদের সশস্ত্র অবস্থায় দেখা যায়নি। চিটাগাং রোড এলাকায় একটি সিএনজি অটোরিক্সার গ্লাস ভেঙে দিয়েছে পুলিশ সদস্যরা। ওই অটোরিক্সার চালক নিজেই এ অভিযোগ করেছেন। গাবতলী, আবদুল্লাপুরসহ অন্যান্য প্রবেশদ্বারেও একই অবস্থা বিরাজ করছে। সায়েদাবাদ থেকে লঞ্চ, স্টিমারও চলছে না। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও বিরোধী দলীয় নেতার গুলশানের বাসভবন আগের দিনের মতোই ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশের সদস্যরা। উল্লেখ্য, গত দুইদিন সর্বত্র অবরোধ সৃষ্টি করে ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ভু-ুল করে দেয় সরকার। বিকালে বিরোধী নেতা খালেদা জিয়াকেও বাড়ী থেকে বের হতে দেয়া হয়নি। পরে সেখানেই গণমাধ্যমের সামনে কর্মসূচি আজ পর্যন্ত অব্যহত রাখার ঘোষণা দেন খালেদা জিয়া।

শেয়ার করুন