মন্ত্রী-এমপির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্ত্রীর সম্পদ

0
109
Print Friendly, PDF & Email

বর্তমান প্রতিবেদক : নবম জাতীয় সংসদের মন্ত্রী ও সংসদ সদস্য হয়ে গত পাঁচ বছরে নিজেদের সম্পদ কয়েকগুণ বেড়েছে, পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে তাদের স্ত্রীদের সম্পদ। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সাবেক মন্ত্রী ও এমপিদের হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
আফম রুহুল হকের স্ত্রীর ব্যাংক ব্যালেন্স বেড়েছে ১৬৫ গুণ : দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আফম রুহুল হকের স্ত্রীর ব্যাংক ব্যালেন্স বেড়েছে ১৬৫ গুণ। রুহুল হকের ব্যাংক ব্যালেন্স ৫ বছরে বেড়েছে ১০ গুণ। ব্যাংক ব্যালেন্সের অধিকাংশ তার স্ত্রী ইলা হকের নামে। নির্বাচন কমিশনে জমাকৃত সম্পদের বিবরণী সংক্রান্ত হলফনামা থেকে এ তথ্য বেরিয়েছে। ২০০৮ ও ২০১৩ সালের ১ ডিসেম্বর প্রদত্ত দুটি হলফনামা যাচাই করার সময় সম্পদ বৃদ্ধির এ চিত্র পাওয়া গেছে। হলফনামা দুটি বলছে, পাঁচ বছর আগে নির্বাচনী মাঠে নামার সময় রুহুল হক এবং তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা ছিল মাত্র ৯২ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এখন তাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ১০ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৭৬৩ টাকা। ২০০৮ সালে স্ত্রী ইলা হকের নামে ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র ৪ লাখ ৬৪ হাজার ৩০ টাকা। এখন ৭ কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা। এক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ১৬৫ গুণ। অন্যদিকে রুহুল হকের ব্যাংক ব্যালেন্স ২০০৮ সালে ছিল প্রায় ৮৮ লাখ টাকা। এখন সেটা বেড়ে হয়েছে প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকা।
শূন্য থেকে লাখপতি মির্জা আজমের স্ত্রী: জামালপুর-৩ থেকে সংসদ সদস্য প্রার্থী মির্জা আজমের বর্তমানে নগদ অর্থের পরিমাণ ১৮ লাখ টাকা। ব্যাংকে আছে ১৫ লাখ টাকা। অথচ ২০০৮ সালে তার স্ত্রীর কোনো নগদ টাকা ছিল না। ব্যাংকেও কোনো টাকা ছিল না। স্থাবর সম্পত্তির মধ্যে স্ত্রীর নামে চার একর জমির মূল্য নয় লাখ ৯৫ হাজার টাকা। মির্জা আজম ও তার স্ত্রীর ২০০৮ সালে সব মিলিয়ে মোট সম্পদ ছিল এক কোটি ৯১ লাখ টাকার। আর এখন সেই সম্পদ বহুগুণ বেড়ে হয়েছে ১৫ কোটি ৭০ লাখ টাকার।
লাখপতি থেকে কোটিপতি হয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর নামে ২০০৮ সালে ব্যাংক ও হাতে নগদ ছিল মোট চার লাখ ৪৮ হাজার ৩৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটি ২৩ লাখ ৮২ হাজার ৯৪৫ টাকা। তার মধ্যে হাতে নগদ ছয় কোটি টাকা। তবে স্ত্রীর স্থাবর সম্পদ গত পাঁচ বছরে কমেছে। এবার তার স্থাবর সম্পদ দেখানো হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকার। ২০০৮ সালে এটি ছিল ৯৪ লাখ ৭৮ হাজার টাকা সমপরিমাণের। তবে মোশাররফ হোসেনের নিজের স্থাবর সম্পদ গত পাঁচ বছরে বেড়েছে। এবার এক কোটি ২৪ লাখ ৩৮ হাজার টাকার স্থাবর সম্পদ দেখানো হয়। পাঁচ বছর আগে এটি ছিল ৩০ হাজার ৫০০ টাকা। গতবার এই সংসদ সদস্যের অস্থাবর সম্পদের মধ্যে হাতে নগদ ও ব্যাংক জমা দেখানো হয়েছিল ৫০ লাখ ৪৬ হাজার টাকা। এবার তা কমে হয়েছে ৩৬ লাখ ৪৯ হাজার টাকা।
আফছারুল আমীনের স্ত্রীর সম্পদ বেড়েছে : চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনের প্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের স্ত্রীর ব্যাংক ও নগদ জমা গত পাঁচ বছরে বেড়েছে। এবার তার মোট ১৪ লাখ ২৪ হাজার ৫১৪ টাকা নগদ ও ব্যাংকে রয়েছে। গতবার তা ছিল সাত লাখ ৯২ হাজার ৪৯০ টাকা। তবে তার স্থাবর সম্পদ বাড়েনি। মন্ত্রীর স্থাবর সম্পদও আগের মতো রয়েছে। তবে তার ব্যাংক ও হাতে নগদ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকা। আগে তা ছিল ৩৬ হাজার দুই টাকা।

শেয়ার করুন