জাপার ১৫ নেতাকর্মী আটক, জাফরকে ধাওয়া

0
683
Print Friendly, PDF & Email

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিরোধে মুখে পণ্ড হয়ে গেছে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সমাবেশ। এ সময় সাবেক প্রধানমন্ত্রীকে পুলিশ ধাওয়া দেয় এবং তাদের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।
১৮ দলীয় জোটের ঢাকা অভিযাত্রা কর্মসূচিতে সংহতি জানিয়ে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সমাবেশের ডাক দেয় দলটি।
জাতীয় পার্টি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সংহতির সমাবেশের উদ্দেশে রাজধানী গুলশানের বাসভবন থেকে রওনা দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। জাতীয় রাজস্ব ভবনের সামনে পুলিশ তার গাড়ি আটকে দেয়। তারপরও তিনি প্রেসক্লাবের দিকে যেতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে গাড়িতে করেই কাজী জাফর গুলশানের বাসায় ফেরত যান।
প্রেসক্লাবের সামনে থেকে তার দলের প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম, কেন্দ্রীয় নেতা এসএম মিন্টুসহ ১৫ নেতাকে আটক করা হয়।

শেয়ার করুন