সুপ্রিমকোর্টে হামলা চালিয়েছে যুবদল-ছাত্রদল-শিবির : সৈয়দ আশরাফ

0
372
Print Friendly, PDF & Email

সুপ্রিমকোর্ট চত্বরের অনাকাক্সিক্ষত ঘটনায় যুবদল-ছাত্রদল ও শিবিরকে দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার বিকাল সোয়া ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। মার্চ ফর ডেমোক্রেসির প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আশরাফ বলেন, সুপ্রিমকোর্ট চত্বরে যে বিশৃঙ্খলা করা হয়েছে, সেখানে আওয়ামীপন্থী কোনো আইনজীবী ছিল না। তারা বর্তমানে শীতকালীন ছুটিতে আছেন।

সেখানে উপস্থিত আইনজীবী পোশাকদের কেউ বিএনপিপন্থী আইনজীবীও নয় বলে অভিযোগ করেন সৈয়দ আশরাফ।

তিনি বলেন, যুবদল-ছাত্রদল এবং শিবির ক্যাডারদের আইনজীবীদের কালো পোশাক পরিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তারাই সেখানে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

শেয়ার করুন