পুলিশি বাধায় বের হতে পারলেন না খালেদা

0
162
Print Friendly, PDF & Email

গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দেয়ার চেষ্টা করেও পুলিশের বাধায় বের হতে পারলেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গাড়িতে চড়ে বসেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বের হতে দেয়নি। পরে খালেদা জিয়া গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি সরকারকে স্বৈরাচারী আখ্যায়িত করে এই সরকার লজ্জা থাকলে আর ক্ষমতায় থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

রোববার বিকেল তিনটার দিকে খালেদা জিয়া বের হওয়ার জন্য গাড়িতে চড়ে বসেন। এ সময় তার হাতে একটি পতাকা দেখা যায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য তাকে বের হতে বাধা দেয়। পরে বিকেল চারটায় তিনি বাসায় ফিরে যান।

খালেদা জিয়ার বাসার সামনে শনিবার রাত থেকে অবস্থান নিয়েছেন মিডিয়াকর্মীরা। তারা একটু পরপর সেখান থেকে আপডেট দিচ্ছেন।

এদিকে, বিএনপির পক্ষ থেকে রোববার সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কর্মসূচি শুরুর কথা বলা হলেও বিকেল পর্যন্ত নয়াপল্টন এলাকায় ১৮ দলের কাউকে দেখা যায়নি।

নির্দলীয় সরকার ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে কয়েক দফা টানা অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কর্মসূচির ঘোষণা দেন খালেদা জিয়া।

শেয়ার করুন