ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের লাঠিপেটা করেছে ছাত্রলীগ। এসময় কয়েকজন আহত হন। পরে শিক্ষকদের ধাওয়া দিয়ে কার্জন হলের দিয়ে নিয়ে যায় ছাত্রলীগ।
রোববার দুপুরে অধ্যাপক ইউসুফ হায়দারের নেতৃত্বে শিক্ষকরা মিছিল বের করে হাইকোর্টের ঈদগা ময়দান গেট সংলগ্ন স্থানে এলে আটকে দেয় পুলিশ। তাদের বিপরীতে প্রেসক্লাব সংলগ্ন এলাকায় ছাত্রলীগ কর্মীরা লাঠি নিয়ে অবস্থান নেয়। পরে তারা শিক্ষকদের প্রতি মারমুখি হয়ে ওঠে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।
পরে ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের ওপর হামলা চালিয়ে লাঠিচার্জ করে। এসময় কয়েকজন শিক্ষক আহত হন। পরে শিক্ষকদের ধাওয়া দিয়ে কার্জন হলের দিকে নিয়ে যায় ছাত্রলীগ।