জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের হামলা

0
126
Print Friendly, PDF & Email

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সমাবেশ চলাকালে বাইরে থেকে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা। সেখানে তারা ইটপাটকেল ছুড়ছে। সাংবাদিকরা ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন। বাইরে পুলিশ অবস্থান থাকলেও তারা কোন ভূমিকা রাখছে না বলে টেলিভিশন ফুটেজে দেখা গেছে। এক পর্যায়ে তারা প্রেস ক্লাবে প্রবেশ করে হামলা চালায়।
এর আগে সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। সকাল সোয়া ১১টার দিকে প্রেস ক্লাবের ফটক খোলে দেয়ার বিষয়ে পুলিশের সঙ্গে সাংবাদিক নেতাদের কথা বলার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের ভেতরে সাংবাদিকদের ও জাতীয় পার্টির পৃথক দুটি সমাবেশ ছিল। এ সমাবেশে অংশ নিতে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সকাল ১১টায় এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ফটক খোলে দিতে বলেন। এবং সাংবাদিকদের তাদের কর্মসূচিতে অংশ নেয়ার সুযোগ দেয়ার অনুরোধ করেন। এসময় পুলিশ সদস্যরা সাংবাদিক নেতাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। তারা সংবাদিকদের উদ্দেশ্যে কটুক্তিও করেন। এসময় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী পুলিশের এ আচরণের প্রতিবাদ জানান। উপস্থিত সাংবাদিকরাও এসময় ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে তারা প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নেন।

শেয়ার করুন