আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাজোটের নেতৃত্ব দেয়া আওয়ামী লীগ গতকাল শনিবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
এদিকে নির্বাচনে আসা না আসার নাটক শেষে দলের ইশতেহার ঘোষণা নিয়েও নাটক চলছে জাতীয় পার্টিতে। জাতীয় পার্টির কয়েকজন শীর্ষ নেতা কয়েকদিন আগেই নির্বাচনী ইশতেহার প্রকাশের কথা ফলাও করে প্রকাশ করলেও সম্প্রতি আবার পিছুটান দিয়েছেন তারা।
রওশনপন্থীরা বলছেন, দুই-একদিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। তবে এরশাদপন্থীরা বলছেন, আমাদের দলের চেয়ারম্যান আগেই ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছেন না তাই ইশতেহার প্রকাশের প্রশ্ন আসছে না।
জাতীয় পার্টির যেসকল প্রাথী নির্বাচনে অংশ নিয়েছেন তাদের মধ্যে অন্যতম দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ গত ১৯ শে ডিসেম্বর তার নির্বাচনী এলাকা (ঢাকা্-৬) ফরাশগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, আমাদের নিবাচনী ইশতেহার প্রস্তুত, যেকোন মূহূর্তে প্রকাশ করা হবে। কিন্তু তিনি শনিবার এ প্রসঙ্গে বলেন, ইশতেহারের ব্যপারে আমাদের মহাসচিবই সব জানেন। তিনিই ইশতেহার প্রকাশ করবেন।
জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার কাছ এ ব্যাপারে জানাতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।
এর আগে, এরশাদ বাইরে থাকতে গত সেপ্টেম্বরে জিএম কাদেরকে প্রধান করে চার সদস্যের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির ঘোষণা দিয়েছিলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। কমিটির বাকি সদস্যরা হলেন, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেস সচিব সুনীল শূভরায়, যুগ্ম-মহাসচিব এ্যাড.রেজাউল ইসলাম ভূইয়া।
ইশতেহার প্রণয়ন কমিটির চেয়ারম্যান জিএম কাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার সহকারী তৈয়ব বলেন, জাতীয় পাটি তো নির্বাচনে অংশই নিচ্ছে না সুতরাং ইশতেহার প্রকাশের প্রশ্নই আসে না।
একই কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানাও।
ইশতেহার প্রনয়ন কমিটির সদস্য সুনীল শুভরায় বলেন, আমি এখন আমার নির্বাচনী এলাকায় প্রচার কাজে ব্যস্ত রয়েছি। আর ইশতেহার কখন প্রচার হবে জানি না।
এদিকে, নির্বাচনী ইশতেহার প্রকাশ নিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তাজুল ইসলাম জানিয়েছেন, জাপার নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে। দু’একদিনের মধ্যে তা প্রকাশ করা হবে