শনিবার সকালে দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এসময় মন্ত্রী হিসেবে শপথ নেয়া অন্যান্যদের মধ্যে ছিলেন সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, গিরীশ সেনি, মণীশ সিসোদিয়া, রাখী বিড়লা, সত্যেন্দ্র জৈন।
শপথ নেয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় রামলীলা ময়দান থেকে কেজরিওয়াল বলেন, ‘এটা দ্বিতীয় স্বাধীনতার লড়াই। দেশকে দুর্নীতিমুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এটা শুধু আম আদমি পার্টির একার সরকার নয়, দিল্লির দেড় কোটি মানুষের সরকার এটা। আমার হাতে কোনো জাদুদণ্ড নেই যে দু-একদিনে সব ঠিক হয়ে যাবে। এই জয় দিল্লির আম আদমির। এখন থেকে আর ঘুষ দিয়ে কোনো কাজ হবে না। কেউ ঘুষ চাইলে তাকে ঘুষ দিন, এরপর আমাকে তার কথা জানান। আমি ব্যবস্থা নেবো।’
ধারণা করা হয়েছিল গান্ধীবাদী প্রবীন নেতা আন্না হাজারে রামলীলা ময়দানে উপস্থিত থেকে আম আদমি পার্টিকে অভিনন্দন জানাবেন। কিন্তু ব্যাক্তিগত কারণ দেখিয়ে উপস্থিত থাকতে পারেননি এই বর্ষীয়ান নেতা। তবে চিঠি মারফত অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্না হাজারে বলেন, ‘অবরিন্দ যে ভাবে কাজ করছে সেটাই সঠিক পথ। আমার বিশ্বাস ও ভাল কাজ করবে।’
আম আদমি নেতা সঞ্জয় জানান, ‘যেদিন দিল্লিতে জনলোকপাল বিল পাশ হবে, বিদ্যুতের দাম কমানো হবে এবং সমাজের সর্বস্তর থকে দুর্ণীতি দূর করা হবে সেদিনই হবে আম আদমি পার্টির বিজয়ের দিন।’
শপথগ্রহণের পর রাজঘাটে যাবেন দিল্লির নতুন এই মুখ্যমন্ত্রী। দুপুর দু’টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।