গণতন্ত্রের অভিযাত্রার নামে আন্দোলন হাস্যকর : ওবায়দুল কাদের

0
681
Print Friendly, PDF & Email

বিরোধী দল জনগণকে বাদ দিয়ে উগ্রবাদীদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের অভিযাত্রার নামে অগণতান্ত্রিক পথে আন্দোলনে নেমেছে। যা হাস্যকর ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিরোধী দলের গণতন্ত্রের অভিযাত্রা প্রতিহত করতে এক জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সহিংসতা চালিয়ে আপনাদের আন্দোলন ভুলের চোরা বালিতে হারিয়ে গেছে। আন্দোলনের ভাঙ্গা হাত আর জাগবেনা। দশম নির্বাচনের পরে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে সমযোতায় এসে একাদশ নির্বাচনের প্রস্তুতি নিন।

আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিরোধী দল সারাদেশে সহিংসতা চালানোর পর গণতন্ত্রের অভিযাত্রার নামে চিহ্নিত সন্ত্রাসীদের সংগঠিত করে ঢাকাবাসীকে জিম্মি করার পরিকল্পনা করছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শেয়ার করুন