আগামীকাল (রোববার) বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্য অগ্রযাত্রা’ প্রতিহত করতে নেতাকর্মীদের লাঠি হাতে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ প্রতিহত শীর্ষক কমিটির জরুরি বৈঠকে দলের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহবান জানান।
যেখানেই মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দিতে ১৮ দলের কাউকে প্রস্তুতি নিতে দেখা যাবে, সেখানেই তাকে প্রতিহত করে পুলিশের হাতে ধরিয়ে দেয়ারও আহবান জানান আইন প্রতিমন্ত্রী।
অ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, কাল সকাল থেকে নাশকতা ঠেকাতে দলের নেতাকর্মীরা হাতে যেই লাঠি তুলে নিবেন আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এই লাঠি তাদের হাতে থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে র্যাব, পুলিশ, বিজিবি এমনকি সেনাবাহিনী থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের লাঠি হাতে মাঠে থাকার এই আহবান আবারো নগরবাসীর মনে ২০০৬ সালের লগি বৈঠার তাণ্ডবের কথা স্মরণ করিয়ে দিয়েছে।
তবে, সেনাবাহিনীসহ মাঠে অবস্থানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইন কাউকে হাতে তুলে নেয়ার সুযোগ দেবেন না-এমনটাই প্রত্যাশা শান্তিপ্রিয় নগরবাসীর।