যৌথবাহিনীর তৃতীয় দিনের অভিযানে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ১৬২ জন আটক হয়েছে। নাশকতার পরিকল্পনা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, রাজধানীর তেজগাঁও, ধানমণ্ডি, কলাবাগানসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের রাজধানীর বিভিন্ন থানায় আটক রাখা হয়েছে।