জামায়াতের শিকড় উপড়ে দেয়া হবে: হানিফ

0
628
Print Friendly, PDF & Email

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “জামায়াত পাকিস্তানের অ্যাজেন্ট। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তানের পার্লামেন্টে বলা হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত কাদের মোল্লা ছিলেন পাকিস্তানের অগ্রগামী সৈনিক। তারা স্বীকারোক্তি দিয়েছে বাংলাদেশে যারা জামায়াত করে তারা সবাই পাকিস্তানি সৈনিক হিসেবে কাজ করছে। বাংলাদেশে কেউ পাকিস্তানি সৈনিক হিসেবে কাজ করবে এটা সহ্য করা হবে না। এটাকে নির্মূল করতে নির্বাচনের পর অভিযান চলবে। সেই অভিযানের মধ্য দিয়ে জামায়াতের শেষ শিকড় উপড়ে দেয়া হবে।”

শুক্রবার বিকেল চারটায় কুষ্টিয়ার থানাপাড়াস্থ পুরাতন বাধে নির্বাচনী জনসভার পুর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, “বিএনপি এবং জামায়াত সম্প্রতিকালে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে নির্বিচারে গাড়ি-ঘোড়া পুড়িয়েছে ও মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা বিভিন্ন জায়গায় আতংক সৃষ্টি করেছে। ফলে পরিবহন মালিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে তারা যদি তাদের পরিবহনের নিরাপত্তার কারণে গাড়ি না চালায়, সেটার জন্য সরকার দায়ী নয়।”

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন প্রমুখ।

শেয়ার করুন