দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ৪৮ জন প্রার্থীর আয় গড়ে ৫৮২ শতাংশ বেড়েছে। এর মধ্যে স্পিকারের আয় বেড়েছে সর্বোচ্চ চার হাজার ৪৩৫ শতাংশ। সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপদের আয় বেড়েছে গড়ে তিন হাজার ৭১ শতাংশ। মন্ত্রীদের আয় ২৪৩ ও প্রতিমন্ত্রীদের ৪৬৪ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রীর আয় বেড়েছে ১৩৬ শতাংশ।
প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের আয় ও সম্পদের এই হিসাব দিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন। আজ শুক্রবার সুজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই হিসাব তুলে ধরে। সংবাদ সম্মেলনে বলা হয়, রিটার্নিং অফিসারদের কার্যালয়, নির্বাচন কমিশনের কার্যালয় ও নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ২০০৮ ও ২০০৩ সালে প্রার্থীদের দেওয়া তথ্য নিয়ে তারা এই হিসাব বের করেছে।