চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী আ ফ ম মফিজুর রহমানকে লক্ষ্য করে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা। এ সময় তিনি পালিয়ে রক্ষা পেলেও হামলায় তার ৩ কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছোট কুমিরা মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে জাসদ (ইনু) থেকে প্রার্থী হয়েছেন সীতাকুণ্ড জাসদ নেতা মফিজুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে তিনি তার মশাল মার্কার সমর্থনে ভোট চাইতে গণসংযোগ করে ছোট কুমিরা এলাকায়।
এ সময় স্থানীয় মাস্টার পাড়াদাশ বাড়িতে নির্বাচনী লিফলেট বিলি করে ভোট চাইতে গেলে গ্রামের হিন্দু মহিলারা একত্রিত হয়ে তাদের ওপর সাম্প্রতিক হামলার জন্য আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের শরিককদের দায়ী করে মফিজুর রহমানকে ধাওয়া দেয় এবং ঝাড়ু ও জুতা নিক্ষেপ করে।
এ সময় মহিলাদের সঙ্গে এলাকার বিরোধী দলের নেতাকর্মীরাও যোগ দেন। পরে ধাওয়া খেয়ে মফিজুর পালিয়ে গেলেও তার তিন কর্মী হামলায় আহত হন।
উল্লেখ্য, মফিজুর রহমান দুবার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন কিন্তু গত ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হন।
এ ব্যাপারে মফিজুর রহমান বলেন, ‘বিকেলে আমি গণসংযোগ করে চলে আসার সময় পেছন থেকে বিএনপি-জামায়াতের লোকেরা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে আমার কর্মী জসিমসহ ৩ জন আহত হয়েছে।’
তিনি থানায় অভিযোগ করছেন বলে জানান।