সিইসির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ

0
126
Print Friendly, PDF & Email

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনদুলবাড়ীয়ায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব খান।

ওসি জানান, একটি পেট্রোলবোমায় আগুন ধরে গেলেও তা এমনিতেই নিভে যায়। ঘটনার পরপরই সেখান থেকে আরও একটি পেট্রোলবোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া আর কেউ থাকেন না বলেও জানান তিনি।

এর আগে নাশকতার আশঙ্কায় শাহপুর ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দলকে সিইসির বাড়ির সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়।

নিরাপত্তার মধ্যে এমন নাশকতার ঘটনা প্রসঙ্গে ওসি আব্দুর রকিব খান জানান, রাত ১২টা পর্যন্ত সেখানে পুলিশ ছিলো। এরপর কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শেয়ার করুন