ঢালিউড তারকাদের মধ্যে গুগল সার্চে সবার চেয়ে এগিয়ে রয়েছেন চিত্রনায়িকা পপি। সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাসকে ছাড়িয়ে গুগল সার্চের তালিকায় নাম্বার ওয়ানে রয়েছেন পপি। গুগলে তাকে ৭০ ভাগেরও বেশি ভক্ত খোঁজেন ‘হট পপি’ হিসেবে। অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশের তারকাদের খোঁজ করেন এমন গুগল ব্যবহারকারীর ৪০ ভাগেরও বেশি কোনো না কোনো সময় পপিকে খুঁজেছেন। শুধু তাই নয়, ইউটিউবেও পপির হট গানের চাহিদা অনেক বেশি। গত এক বছর ধরে পপির কোনো ছবি মুক্তি পাচ্ছে না। অনেকটা বেকার সময় পার করছেন তিনি। প্রযোজক-পরিচালকদেরও তাকে নিয়ে খুব একটা আগ্রহও নেই। কিন্তু তাতে কি? লাখো ভক্তের হৃদয়ে তিনি এখনো সেরা হয়ে রয়েছেন। ১৯৯৭ সালে ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। তার আলোচিত ছবিগুলো মধ্যে রয়েছে- ‘বিদ্রোহ চারিদিকে’, ‘কারাগার’, ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ ইত্যাদি। চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।