১৮ দলের ঢাকামুখি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে অভিযাত্রা ঠেকাতে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর সারাদেশে হরতাল ডেকেছে মটর চালক লীগ নামে সরকার সমর্থিত একটি সংগঠন।
বৃহষ্পতিবার সন্ধ্যায় এক প্রেস বার্তায় মটর চালক লীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবু তাহের উদ্দিন আবু তাহের এ হরতাল আহবানের কথা জানান।
প্রেস বার্তায় বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল চক্রান্তের প্রতিবাদে এবং আন্দোলনের নামে পরিবহন চালক শ্রমিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতন করছে বিএনপি-জামায়াত। আবার সেই পরিবহনযোগে ঢাকায় কথিত মার্চ ফর ডেমোক্রেসির নাম দিয়ে জামাত বিএনপির অরাজকতা সৃষ্টির কর্মসূচি রুখে দিতে ২৮ ও ২৯ ডিসেম্বর সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হবে। এ হরতাল বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে। তবে এম্বুলেন্স, সংবাদপত্রবাহী গাড়ি, ফায়ার সার্ভিস , পুলিশ ও প্রশাসনের গাড়ি, দোকান-পাট, ব্যাংক-বীমা, অফিস আদালত হরতালের আওতামুক্ত থাকবে।