মহাকাশে গেল গায়া!

0
415
Print Friendly, PDF & Email

কৃত্রিম উপগ্রহ ‘গায়া’ উৎক্ষেপণ করেছে ইউরোপ। মহাকাশ থেকে এটি সম্পূর্ণ নির্ভুল থ্রিডি ম্যাপিং তৈরি করবে। বিজ্ঞানীরা জানান, এটি মহাশূন্য গবেষণায় সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাগুলোর একটি। কৃত্রিম উপগ্রহ গায়া মূলত ইউরোপের আগের নির্মিত হিপারকস কৃত্রিম উপগ্রহের আধুনিক সংস্করণ। ফ্রেঞ্চ গায়ানার সিনামারি কমপ্লেক্স থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এ প্রসঙ্গে ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক গ্যারি গিলমোর জানিয়েছেন, এর মাধ্যমে মিল্কিওয়ের কোথায় কী আছে তা জানা সম্ভব হবে। এ ছাড়া গায়ার অসাধারণ সংবেনশীলতার ফলে এটি হাজারো নতুন গ্রহ এবং গ্রহাণু শনাক্ত করতে পারবে। গায়া ২০ বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন ছিল। বিবিসি।

শেয়ার করুন