অভিনন্দনে সিক্ত আসিফ-শীলা

0
112
Print Friendly, PDF & Email

অধ্যাপক-টকশো সেলিব্রেটি আসিফ নজরুল এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মেজ মেয়ে অভিনেত্রী শীলা আহমেদের বিয়ের খবর এখন টক অব দ্য কান্ট্রি। প্রায় দু’মাস আগে বিয়ে করেছেন তারা। গতকাল দুপুর নিজেরা বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। খবরটি ছড়িয়ে পড়লে সবমহলের কাছ থেকে অভিনন্দনে সিক্ত হচ্ছেন এ নবদম্পতি।

 

১০-১২ বছর আগে আসিফ-শীলার বিয়ে এবং ডিভোর্সের জোরালো গুঞ্জন উঠেছিল। কিন্তু পরবর্তীতে দুজনেই অন্য জীবনসঙ্গী বেছে নিলে গুঞ্জন চাপা পড়ে। আসিফ এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীকে বিয়ে করেছিলেন। সেই সংসারে ছয় বছরের একটি সন্তানও রয়েছে। অন্যদিকে শীলা আহমেদের আগের ঘরে চার বছর ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

শেয়ার করুন