সহিংসতার বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

0
114
Print Friendly, PDF & Email

চলমান রাজনৈতিক সহিংসতায় জড়িতদের বিচারের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে চলছে বহুরৈখিক সহিংসতা।

হরতাল-অবরোধের নামে নিরীহ-নিরস্ত্র মানুষের ওপর চলছে হামলা। ককটেল-পেট্রলবোমাহামলায় ঝলসে যাচ্ছে নিরপরাধ মুখ। প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এমন হামলা মানবতাবিরোধী অপরাধের শামিল বলে মনে করছেন বিচারসংশ্লিষ্টরা। সহিংসতাকারীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্টের আওতায় পড়ে কি না, খতিয়ে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রমাণ মিললে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার শুরু করা হবে বলে জানিয়েছে তদস্ত সংস্থা সূত্র।

পর্যবেক্ষক মহল জানায়, রাজনীতির নামে সাধারণ মানুষের ওপর হামলা মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে। তাই এসব নাশকতাকারীকে চিহ্নিত করে তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা উচিত।

সারা দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রতিদিনই মারা যাচ্ছে সাধারণ মানুষ। কোথাও চলন্ত বাসে পেট্রলবোমা ছোড়ে আবার গাছের গুঁড়ি ফেলে গাড়ি পুড়িয়ে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। দেশের অনেক জেলায় ঘোষণা দিয়ে কর্মীদের নিয়ে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। এ ছাড়া সড়ক-মহাসড়কে নিরীহ মানুষের ওপর হামলা চলছে। এসব হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে নিরপরাধ মানুষের। এ ধরনের ধারাবাহিক সন্ত্রাসীহামলা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে মনে করছেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। তিনি বলেন, নিরস্ত্র সাধারণ মানুষের ওপর হামলা, কোনও একটি দল কিংবা গোষ্ঠীকে টার্গেট করে অব্যাহত হামলা ট্রাইব্যুনালস অ্যাক্টের আওতায় পড়বে। তবে এ বিষয়ে শুধু ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে যদি মনে করে মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে, তাহলে তারা ট্রাইব্যুনালে পাঠাতে পারবেন।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এক প্রসিকিউটর বলেন, সাধারণ জনগণের ওপর অতর্কিত হামলা মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে। এর সঙ্গে জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা যায়। এ ট্রাইব্যুনাল শুধু যুদ্ধাপরাধের বিচারের জন্য নয়, যে-কোনও সময়ের মানবতাবিরোধী অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। এতে কোনও বাধা নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্র জানায়, শাহবাগের চলন্ত বাসে পেট্রলবোমাহামলা, বগুড়া ও সাতক্ষীরাসহ দেশের বিভন্ন স্থানে নিরপরাধ সংখ্যালঘু ও সাধারণ মানুষের ওপর হামলা চলছে। এসব হামলাকারীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা যায় কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক বলেন, এসব সহিংসতা মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। সে লক্ষ্যে বিভিন্ন জেলা থেকে সহিংসতার ঘটনার তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি এ সহিংসতা মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে তাহলে তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে করা যাবে।

শেয়ার করুন