বাংলাদেশজাতীয় আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন December 26, 2013 0 133 ফেইসবুকে শেয়ার করুন টুইটারে টুইট করুন আশুলিয়া কিউনিক এলাকায় বাংলা জাপান নামক একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে ৬ষ্ট তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে দমকল বাহিনীর ৫টি ইউনিট।