প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, আগামী ৫ জানুয়ারি ইলেকশন নয়, সিলেকশন হচ্ছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রফিক উল হক বলেন, এতদিন গণতন্ত্রের সংজ্ঞা জানতাম ‘ফর দ্যা পিপল, অব দ্যা পিপল এবং বাই দ্যা পিপল। অথচ এখন দেখছি ফর দ্যা আওয়ামী লীগ, বাই দ্যা আওয়ামী লীগ এবং অব দ্যা আওয়ামী লীগ।
তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, সরকার যদি জনগণ এবং দেশের উন্নয়নে এতো কাজ করে থাকে তাহলে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে এত ভয় কিসের।