নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক আগামীকাল থেকে সারা দেশে সেনাবাহিনী নামছে। দেশের সবগুলো জেলাতেই সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে।
প্রত্যেক জেলায় ৮০০ সেনা সদস্য মোতায়েন থাকবে। এর দায়িত্বে থাকবেন একজন লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। নির্বাচনের দিন উপজেলাগুলোতে থাকবে দুই থেকে তিন প্লাটুন সেনা।
নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে টানা ১৫ দিন সেনাবাহিনী মাঠে থাকবে। আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতেই সেনাবাহিনী কাজ করবে।
এর আগে গত শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ জানিয়েছিলেন, নির্বাচনের ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে।