খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শিবিরের শুভেচ্ছা বিনিময়

0
359
Print Friendly, PDF & Email

বড়দিন উপলক্ষে বগুড়া খ্রিস্টান মিশনে ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা বুধবার দুপুরে শহরের গোহাইল রোডে মিশনে প্রার্থনারত খ্রিস্টান ধর্মের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখা সভাপতি আলাউদ্দিন সোহেল, সেক্রেটারি রেজাউল করিম, দফতর সম্পাদক হোসাইন মোহাম্মদ মানিক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক সাব্বির শাহরিয়ার শুভ, সরকারি আযিযুল হক কলেজ শাখা সভাপতি জুয়েল সরকার ও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। শিবির নেতৃবৃন্দ মিশনের তত্ত্বাবধায়কের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে খ্রিস্টান ধর্মের অনুসারীদের প্রতি আহ্বান জানান শিবির নেতৃবৃন্দ।

শেয়ার করুন