৫ জানুয়ারিকে তামাশা প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. একেএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘আগামী ৫ তারিখে তামাশা হতে যাচ্ছে। এই তামাশা প্রতিরোধ করতে হবে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বি. চৌধুরী ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘ঘৃন্যতম এই অধ্যায় থেকে জাতিকে রক্ষা করতে হবে। না হলে দুর্নীতিবাজদের দীর্ঘস্থায়ী করার জন্য ইতিহাসে দায়ী থাকতে হবে।’
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফেক উল হক, জাসদ সভাপতি আসম আবদুর রব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কাজী জাফর আহমদ, বাংলাদেশ পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হাসান। সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ও পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।