সমঝোতা হলে সংসদ ভেঙে পুনরায় নির্বাচন

0
648
Print Friendly, PDF & Email

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের পরে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে প্রয়োজনে সংসদ ভেঙ্গে দিয়ে আবারও নির্বাচন দেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের সাঙ্গে আলোচনা চলতে থাকবে। বিরোধী দল হরতাল অবরোধ বন্ধ করলে এবং তাদের সঙ্গে সমঝোতা হলে এবারের নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দেয়া হবে।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, অবরোধের খেলা বন্ধ করুন, নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিরোধী দল নির্বাচনের ট্রেন মিস করেছেন। হরতাল অবরোধ বন্ধ না কররে মানুষের জানমারের নিরাপত্তা দিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন