সেনা মোতায়েন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইএসপিআর

0
130
Print Friendly, PDF & Email

আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরায় সেনা মোতায়েন হয়নি। সেখানে শীতকালীন মহড়া দিচ্ছেন সেনা সদস্যরা। এ কারণে কয়েকটি টহল গাড়ি দেখা গেছে। যেসব গণমাধ্যম সেনা মোতায়েনের সংবাদ প্রকাশ করেছে- তারা জাতিকে ভুল তথ্য দিচ্ছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এ কথাগুলো বলেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম।

সাতক্ষীরায় সেনা মোতায়েন বিষয়ে তিনি বলেন, বিভিন্নস্থানে সেনা সদস্যদের শীতকালীন মহড়া চলছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় সেনা সদস্যরা গেছেন। বিভিন্ন স্থানে সেনা সদস্যদের যানবাহন চলাচল করছে। এটা নিরাপত্তার দায়িত্বের কোনো টহল নয়।

আইএসপিআরের পরিচালক বলেন, এ সংবাদ প্রকাশের আগে সেনাসদস্য বা আইএসপিআরের কারো সঙ্গে গণমাধ্যম কর্মীদের আলাচনা হয়নি। তারা নিজেদের ধারণা থেকে সংবাদ প্রকাশ করেছে।

শেয়ার করুন